অত্র অফিস হইতে সকল প্রকার সঞ্চয় পত্র ভাংগানো এবং বিক্রির কাজ করা হয়ে থাকে । জাতীয় সঞ্চয় পরিদপ্তর কতৃক পরিচালিত ১০ টি প্রকল্পের মধ্য হইতে চারটি প্রকল্পের লেনদেনের কাজ সরাসরি হয়ে থাকে । উক্ত প্রকল্পগুলো হল তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্র যা প্রতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করা যায় ।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র যার মেয়াদ পাঁচ বছর এবং পাঁচ বছর পর একত্রে মুনাফাসহ মূল টাকা উত্তোলন করা যায় ।
পেনশনার সঞ্চয় পত্র যার মেয়াদ পাঁচ বছর এবং প্রতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করা যায় ।
পরিবার সঞ্চয় পত্র , মেয়াদ পাঁচ বছর এবং প্রতিমাস অন্তর মুনাফা উত্তোলন করা যায় ।
এছাড়া সঞ্চয় পত্র হারানো, পুড়ে যাওয়া ,বিনষ্ট হয়ে যাওয়া এসব ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন এবং মৃত ব্যক্তির সঞ্চয় পত্র লেনদেনে সনাক্তকৃত নমিনিকে টাকা প্রদান এসব সেবামূলক কাজ জেলা সঞ্চয় ব্যুরো করে থাকে । সর্বোপরি সঞ্চয়পত্র সর্ম্পকিত সকল তথ্য সরবরাহকরার জন্য উক্ত ব্যুরোর কর্মচারীরা সবসময় প্রস্ত্তত থাকে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS